মিথ্যা নিয়ে ইসলামিক উক্তি - মিথ্যা বলার ভয়াবহ পরিণতি

প্রিয় পাঠক, আপনি কি মিথ্যা নিয়ে ইসলামিক উক্তি সম্পর্কে জানতে চাচ্ছেন। তাহলে এই আর্টিকেলটি এ বিষয়ে জানতে সাহায্য করবে। এই আর্টিকেলের মাধ্যমে আমরা আপনাকে মিথ্যা নিয়ে ইসলামিক উক্তি এবং মিথ্যা বলার ১০টি কুফল সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। এ সম্পর্কে বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।
মিথ্যা নিয়ে ইসলামিক উক্তি
এই আর্টিকেলটি পড়লে আরো জানতে পারবেন মিথ্যা নিয়ে কিছু কথা, মিথ্যা নিয়ে উক্তি এবং যেসব ক্ষেত্রে মিথ্যা বলা যাবে।

ভূমিকা

মিথ্যা কথা বলা মহাপাপ। আল্লাহ তা'আলা মিথ্যা কথা বলা এবং মিথ্যাবাদীকে সবচেয়ে বেশি অপছন্দ করেন। কারণ মিথ্যা মানুষকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যায়। মিথ্যা কখনোই কোনো ভালো ফল দেয় না। একজন মিথ্যাবাদী সাময়িকভাবে ভালো থাকলেও পরবর্তীতে সে কোন না কোন ভাবে ধ্বংসের মুখে পতিত হয়। কেননা সত্যের জয় সবসময়।


মিথ্যা কোন না কোনভাবে ঠিকই প্রকাশ পায়। এমন অনেকে রয়েছেন যারা মিথ্যা দিয়ে জীবনে অনেক কিছু গড়তে চান। তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই মিথ্যা দিয়ে কোন কিছু করলে সেটা চিরস্থায়ী হয় না একদিন না একদিন ঠিকই ধ্বংস হয়ে যায়। যেসব মানুষের মধ্যে মিথ্যা সম্পর্ক থাকে সে সম্পর্ক বেশিদিন টিকে না।

আমাদের সবার উচিত মিথ্যা কথা বলা পরিহার করে সত্য বলার সাহস অর্জন করা। সত্য পথে চলে জীবন একটু কঠিন হলেও নিজের কাছে ভালো থাকা যায়। আমরা মিথ্যা নিয়ে কিছু উক্তি আপনাদের সামনে তুলে ধরবো যেগুলো পড়লে আপনি অবশ্যই মিথ্যার পরিনাম সম্পর্কে জানতে পারবেন।

মিথ্যা কথা নিয়ে উক্তি

আমাদের জীবন ব্যবস্থা এমনভাবে তৈরি হয়েছে যে কোন না কোন ভাবে মিথ্যা কথা বলতেই হয়। কিন্তু আমরা একটু চেষ্টা করলেই হয়তো বা মিথ্যা কথা এড়িয়ে সত্য কথা বলতেই পারি। আমরা এখানে মিথ্যা নিয়ে কয়েকটি উক্তি আপনাদের সামনে তুলে ধরেছি। তাহলে চলুন উক্তিগুলো জেনে নেওয়া যাক-
  • সাহসী লোকেরা কখনোই মিথ্যা কথা বলে না।
  • মিথ্যা কথা পরিহার করার জন্য মানুষের মধ্যে সৎ সাহস থাকার তা সবচেয়ে বেশি জরুরী।
  • মিথ্যার আড়ালে সত্যকে বেশিদিন লুকিয়ে রাখা যায় না।
  • মিথ্যা দিয়ে জীবন শুরু করলে সে জীবনে কোন সুফল পাওয়া যায় না।
  • নিজেকে নিজের কাছে পবিত্র রাখতে চাইলে মিথ্যা কথা পরিহার করতে হবে।
  • সত্য মানুষকে টিকিয়ে রাখে আর মিথ্যা মানুষকে ধ্বংস করে।
  • মিথ্যার পরাজয় কোনো না কোনোভাবে হবেই এটা নিশ্চিত।
  • সবচেয়ে জঘন্যতম মিথ্যা হল মিথ্যার সাথে কিছু সত্য যুক্ত করা।
  • লোভের বশবর্তী হয়ে কখনো মিথ্যা কথা বলিও না তাহলে মারাত্মক ক্ষতি ডেকে আনবে।
  • শিশুদের সাথে সর্বদা সত্য কথা বলা উচিত।
  • একটি মিথ্যা ঢাকতে হাজার হাজার মিথ্যা কথা বলতে হয়।
  • সত্য কখনো প্রশ্নের সম্মুখীন হতে ভয় পায় না আর মিথ্যা যে কোন প্রশ্নের সম্মুখীন হতে সর্বদা ভয় পায়।
  • কাপুরুষরা ছাড়া কেউ মিথ্যা কথা বলে না।
  • মিথ্যা দ্বারা সম্পর্ক তৈরি করা যায় না বরং সম্পর্ক ধ্বংস করা যায়।
  • মিথ্যা হল এমন একটি বিষ যা মানুষকে শেষ করে দেয়।
  • ছোট ছোট মিথ্যা কথা বলতে বলতে বড় বড় মিথ্যা কথা বলা অভ্যাসে পরিণত হয়।
  • যার মুখ থেকে সব সময় মিথ্যা বের হয় সে সত্য কথা বললেও কেউ বিশ্বাস করে না।
  • আপনি কি কাউকে মিথ্যা সান্ত্বনা দিচ্ছেন তাহলে মনে রাখবেন আপনি তার আবেগ নিয়ে খেলছেন।
  • কখনো কখনো ছোট মিথ্যাও বড় ধরনের সমস্যা তৈরি করে।
  • মিথ্যার আশ্রয় নিয়ে মানুষ কখনোই তার জীবনে সফলতা অর্জন করতে পারে না।
  • সত্য কথা লুকিয়ে রাখা মিথ্যা কথার নামান্তর।
  • মিথ্যার উপর গড়ে তোলা সম্পর্ক একদিন প্রতারণার মাধ্যমে সমাপ্তি ঘটে।
  • চোখের দিকে তাকিয়ে কখনো মিথ্যা কথা বলা যায় না মিথ্যা বলতে হয় সব সময় অন্য দিকে তাকিয়ে।
  • মিথ্যা বলে জয় লাভ করার চেয়ে সত্য বলে পরাজয় বরণ করা সবচেয়ে ভালো।
  • মিথ্যা যতদূর এগিয়ে যাক না কেন সত্যের সাথে কখনোই পেরে উঠবে না।
  • সত্য জানার পরও সে বিষয়ে মিথ্যা শুনতে খুবই মজা লাগে।
  • মিথ্যাবাদীর অন্তর সর্বদা কুৎসিত এবং অন্ধকারাচ্ছন্ন।
  • মিথ্যাবাদী সর্বদা স্বার্থপর হয়ে থাকে কারণ সে তার স্বার্থের জন্যই মিথ্যা কথা বলে থাকে।
  • নতুন জীবন শুরু করার আগে সত্য দিয়ে শুরু করো মিথ্যা দিয়ে নয়।
  • মিথ্যাবাদী সর্বদা সমাজের চোখে যেমন ঘৃণিত তেমনি আল্লাহর কাছে অপছন্দনীয়।
  • মজা করেও মিথ্যা বলার অভ্যাস তৈরি করো না একদিন এটি তোমার নিজেরই সমস্যা ডেকে আনবে।

মিথ্যা কথা নিয়ে ইসলামিক উক্তি

মিথ্যা কথা বলা সর্বদাই ইসলাম বিরোধী। মিথ্যা কথা বলা নিয়ে আমরা এখানে কয়েকটি ইসলামিক উক্তি আপনাদের সামনে তুলে ধরেছি। তাহলে চলুন জেনে নেওয়া যাক-
  • কারো কাছে কোন কিছু শোনা মাত্রই যাচাই না করে বলে বেড়ানো মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট- আল হাদিস
  • মানুষ যখন মিথ্যা কথা বলে তখন মিথ্যার দুর্গন্ধে ফেরেশতারা এক মাইল দূরে সরে যায়- আল হাদিস
  • আল্লাহ তাআলা বলেন মিথ্যা তারাই বলেন যারা আল্লাহর নিদর্শনসমূহের উপর ঈমান রাখে না বস্তুত তারাই মিথ্যাবাদী- সূরা নাহল আয়াত ১০৫
  • রাসুলুল্লাহ (সাঃ) বলেন ধ্বংস তাদের জন্য যারা মানুষ হাসানোর জন্য ইনিয়ে বিনিয়ে মিথ্যা কথা বলেন- আল হাদিস

মিথ্যা নিয়ে কিছু কথা

মিথ্যা কথা জীবনে অনেক ক্ষতির কারণ হতে পারে। আমরা অনেকে মিথ্যা বলার  ফলাফল সম্পর্কে অবগত নয়। মিথ্যা কথা জীবনে কখনো ভালো কিছু বয়ে আনে না। মিথ্যা কথা বললে ইহকালে যেমন খেসারত দিতে হয় তেমনি পরকালেও এর জন্য শাস্তি ভোগ করতে হবে। মিথ্যাবাদীরা কখনোই ভালো মানুষ এবং সাহসী হয় না। কেননা সত্য কথা বলার জন্য সৎ সাহসের প্রয়োজন হয়।


সত্য দিয়ে জীবন শুরু করলেও সে জীবন সুখের না হলেও নিজের কাছে অনেক সুখের মনে হয়।মিথ্যা জীবন ব্যবস্থায় অন্তরের সুখ কখোনইপাওয়া যায় না। অনেক সময় আমরা মজা করে ছোট ছোট মিথ্যা কথা বলে থাকি। এই ছোট ছোট মিথ্যা কথা বলতে বলতে আমরা মিথ্যা কথা বলায় অভ্যস্ত হয়ে যাই যার ফলে পরবর্তীতে বড় ধরনের মিথ্যা কথা বলতেও দ্বিধাবোধ করি না। এই মিথ্যাগুলো জীবনে একসময় অভিশাপ হয়ে দাঁড়ায়

মিথ্যা বলার ১০ টি কুফল

মিথ্যা অনেক সহজ কিন্তু একটি ছোট মিথ্যা সারা জীবনের অর্জিত সম্মান এবং পরকালের শান্তি নষ্ট করে দিতে পারে। সমাজ ও রাষ্ট্রে অশান্তি ও বিশৃংখলার মূলে রয়েছে কোন না কোন মিথ্যা বা প্রতারণা। পারিবারিক কলহের প্রধান কারণ মিথ্যা হয়ে থাকে। এছাড়াও মিথ্যা কথা বলার অনেক কুফল রয়েছে। তাহলে চলুন মিথ্যা বলার ১০টি কুফল সম্পর্কে জেনে নেওয়া যাক-
  • মিথ্যা কথা মানুষকে হেদায়েত থেকে বিচ্যুত করে। একজন মিথ্যাবাদীর কাজে ও কথায় অমিল থাকে।তার আচরনে কোন সততা বা স্বচ্ছতা থাকে না।
  • মিথ্যা মানুষের অন্তরের প্রশান্তি দূর করে। মিথ্যা সাময়িক সুখ শান্তি এনে দিলেও আভ্যন্তরীণ ক্ষতির মূল কারণ হয়ে থাকে।
  • মিথ্যা রিজিক ও বরকতের ঘাটতি তৈরি করে।
  • মিথ্যা বলার ফলে মানুষ একদিন নিজের প্রতি আস্থা হারিয়ে ফেলে এবং হারাম ও হালাল পার্থক্য হলে অসৎ পথে পা বাড়ায়।
  • মিথ্যা ইহকালের সুখ যেমন নষ্ট করে তেমনি পরকালের শান্তিও নষ্ট করে। পবিত্র কোরআনে উল্লেখ রয়েছে মিথ্যা বলার ফলে মিথ্যাবাদীকে জাহান্নামে নিক্ষেপ করা হবে।
  • মিথ্যা সত্য বলার সাহস ও মানসিকতা নষ্ট করে দেয়।
  • মিথ্যা বিভিন্ন ধরনের পাপের পথ তৈরি করে।
  • মিথ্যা মানুষকে দায়িত্ব-জ্ঞান কমিয়ে দায়িত্বহীনতা বাড়িয়ে দেয়।
  • মিথ্যা মানুষকে জ্ঞানহীন করে তোলে।
  • মিথ্যা মানুষের সাথে মানুষের সম্পর্ক নষ্ট করে।

যেসব ক্ষেত্রে মিথ্যা বলা যাবে

মিথ্যাবাদীকে আল্লাহ তায়ালা সবচেয়ে বেশি অপছন্দ করেন। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মিথ্যা কথা বললে কোন গুনাহ হবে না। সৎ উদ্দেশ্যে অন্যকে ক্ষতি থেকে বাঁচানো বা অন্যের ক্ষতি ছাড়া এমন কোন বৈধ বিষয় যা মিথ্যা ছাড়া সমাধান সম্ভব নয় সেগুলো ক্ষেত্রে কৌশলে মিথ্যা বলা যায়। যেমন এমন অনেক বিষয় রয়েছে যেখানে মীমাংসার জন্য মিথ্যা বলা প্রয়োজন সে ক্ষেত্রে মিথ্যা বললে কোন পাপ হবে না।


সে ক্ষেত্রে তাকে মিথ্যাবাদী বলেও আখ্যায়িত করা যাবে না। রাসুলুল্লাহ (সাঃ) বলেন তিনটি ক্ষেত্রে চতুরতা অবলম্বনের নির্দেশ দিয়েছেন যেমন ১. যুদ্ধে কৌশল অবলম্বনের ব্যাপারে ২. লোকের দ্বন্দ্ব মীমাংসা করে সন্ধি স্থাপন করতে এবং ৩. স্বামী স্ত্রীর পারস্পরিক কথোপকথনে।

মিথ্যা বলার ভয়াবহ পরিণতি

মিথ্যা বলা মহাপাপ মিথ্যার পরিণতি সবসময় খারাপ হয়। মিথ্যা বলার কারণে মিথ্যাবাদীকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দেয় এবং মিথ্যা বলতে বলতে পরিশেষে আল্লাহতালার কাছে মিথ্যাবাদী বলে পরিগণিত হয়। হিজামা (রাঃ) থেকে বর্ণিত নবী করীম (সাঃ) এরশাদ করেন অকল্যাণ হোক ওই ব্যক্তির যে মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলে;( তিরমিজি হাদিস ২৩১৫)।

এমন অনেকেই রয়েছেন যারা মিথ্যা কথা বলে মানুষকে মজা দেয়ার চেষ্টা করে এবং মিথ্যা স্বপ্ন তথা স্বপ্ন বানিয়ে বলার প্রবণতা রয়েছে। এ সম্পর্কে ইবনে আব্বাস (রাঃ থেকে বর্ণিত তিনি বলেন নবী করীম (সাঃ) এরশাদ করেন যে ব্যক্তি কোন স্বপ্ন দেখেছে বলে দাবি করল অথচ সেটা দেখেননি তাহলে তাকে দুটি জব একত্রে জোড়া দিতে বাধ্য করা হবে অথচ সে তা কখনোই করতে পারবে না; (বুখারি হাদিস ৭০ ৪২ তিরমিজি হাদিস ২২৮৩)।

কাউকে মজা দেওয়ার জন্য সত্য ব্যতীত যেকোনো কথা এবং যা ঘটেনি তা বানিয়ে বলা মিথ্যার নামান্তর। সেজন্য এ ধরনের কথা বলা উচিত নয় তাহলে আল্লাহ তায়ালার কাছে মিথ্যাবাদী বলে পরিণত হবে। তবে কোনো বিবাদ মীমাংসা করার জন্য চালাকির সাথে কথা বললে সে ক্ষেত্রে কোন গুনাহ হবে না।

লেখক এর মন্তব্য

মিথ্যা সকল ক্ষেত্রে খারাপ বলে বিবেচিত। মিথ্যাবাদীকে কেউ পছন্দ করেন না। মিথ্যাবাদী কোন সম্মান পাওয়ার যোগ্যতা রাখে না। তাহলে আসুন আমরা মিথ্যা কথা পরিহার করে সত্য কথা এবং সৎ পথে চলার চেষ্টা করি। প্রিয় পাঠক, এই আর্টিকেলটি যদি আপনার ভালো লাগে এবং উপকৃত হন তাহলে আপনি আপনার বন্ধু-বান্ধব এবং আত্মীয়-স্বজনের সাথে শেয়ার করুন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url