ক্ষমা নিয়ে কয়েকটি উক্তি - ক্ষমা চাওয়ার পদ্ধতি

প্রিয় পাঠক, আপনি কি ক্ষমা নিয়ে উক্তি খুঁজছেন? তাহলে এই আর্টিকেলটি আপনাকে এ বিষয়ে জানতে সাহায্য করবে। এই আর্টিকেলের মাধ্যমে আমরা ক্ষমা নিয়ে কয়েকটি উক্তি সুন্দর ভাবে সাজানোর চেষ্টা করেছি। এগুলো সম্পর্কে জানতে হলে সম্পূর্ণ উক্তিগুলো মনোযোগ সহকারে পড়ুন।
ক্ষমা নিয়ে কয়েকটি উক্তি
এ আর্টিকেলটি পড়লে আরো জানতে পারবেন ক্ষমা চাওয়ার পদ্ধতি, ক্ষমা নিয়ে কয়েকটি স্ট্যাটাস এবং ক্ষমা নিয়ে কয়েকটি বিখ্যাত মনীষীদের বাণী।

ভূমিকা

ক্ষমা করা মহৎ গুণ। তা আমরা সবাই জানি। কিন্তু একজন ব্যক্তির পক্ষে অন্যের কাছ থেকে কষ্ট পাওয়া বা প্রতারিত হওয়ার পর ক্ষমা করার মানসিকতা থাকে না। কিন্তু যাদের থাকে তারাই মহৎ গুণের অধিকারী। মহান আল্লাহতালা ক্ষমাশীল মানুষকে অনেক পছন্দ করেন। অন্যায় করতে সবাই পারে কিন্তু ক্ষমা করতে সবাই পারে না।


সেসব ব্যক্তিরা ক্ষমা করতে পারে যারা প্রকৃতপক্ষে উদার এবং মহৎ। আমরা এখানে ক্ষমা নিয়ে কয়েকটি উক্তি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব।

ক্ষমা নিয়ে কয়েকটি উক্তি

  • যে ব্যক্তি ক্ষমা করতে জানে না সে কখনোই কারো সাথে সম্পর্ক গড়ে তুলতে জানে না।
  • ক্ষমা মানুষকে প্রসিদ্ধ করে।
  • একমাত্র ক্ষমা-ই পারে পাহাড় সমান বন্ধুত্বের বন্ধন তৈরি করতে।
  • একজন মানুষ যতই অপরাধ করুক না কেন তাকে ক্ষমা করো কারণ ভুল তোমারও হতে পারে।
  • যদি কাউকে ভালবাসতে চাও তাহলে অবশ্যই ক্ষমা করতে শেখো।
  • এই পৃথিবীতে তাদের সম্পর্ক অটুট যারা একে অপরকে ক্ষমা করতে জানে।
  • যারা ক্ষমা করার অভিজ্ঞতা রাখে না তাদের ক্ষমা পাওয়ার ও যোগ্যতা থাকেনা।
  • ক্ষমার মাধ্যমে একজন মানুষকে পরিশোধিত করা যায়।
  • সৃষ্টিকর্তার কাছে সেই বান্দা সবচেয়ে প্রিয় যে অপরাধীকে ক্ষমা করতে জানে।
  • মানুষ মানুষকে ক্ষমা করা সবচেয়ে বড় মহৎ গুণ।
  • ক্ষমা করার ধৈর্য এবং মানসিকতা সবার মধ্যে থাকে না এটি আল্লাহ প্রদত্ত একটি অশেষ রহমত।
  • প্রতিটি মানুষের ক্ষমা করতে শেখা উচিত কারণ নিজে ক্ষমা করতে না জানলে নিজে ক্ষমা চাওয়ার অযোগ্য।
  • একজন ক্ষমাকারীকে আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন।

ক্ষমা নিয়ে কয়েকটি বিখ্যাত মনীষীদের বাণী

ক্ষমা নিয়ে কয়েকটি বিখ্যাত মনীষীদের বাণী আপনাদের সামনে তুলে ধরবো। তাহলে চলুন জেনে নেওয়া যাক-
  • সুন্দর বিদায় হলো ক্ষতি না করে বিদায় নেওয়া। সুন্দর ক্ষমা হলো বকা না দিয়ে ক্ষমা করা। সুন্দর ধৈর্য হলো অভিযোগ না রেখে ধৈর্য ধারণ করা- ইমাম ইবনে তাইমিয়া রহঃ
  • যদি তুমি সত্যি শিখতে চাও কিভাবে ভালবাসতে হয় তবে অবশ্যই কিভাবে ক্ষমা করতে হয় তা শিখে নিতে হবে- মাদার তেরেসা
  • কখনোই ক্ষমা করতে পারে না ক্ষমা শুধু শক্তিশালী রাই করতে পারে- মহাত্মা গান্ধী
  • একজন বিশ্বাসীর সবচেয়ে বড় গুণ হলো ক্ষমা করতে পারা- হাসান আল বসরি রঃ
  • অতীত বর্তমান ভবিষ্যৎ হৃদয়ের জন্য কোন সময় সীমা নেই, সে তার আপন সময়টুকু নেই, ভালবাসতে ক্ষমা করতে ভুলে যেতে- তারিক রামাদান
  • অন্যরা ক্ষমার যোগ্য এজন্য ক্ষমা নয় বরং নিজের মনের প্রশান্তির জন্য ক্ষমা- জোনাথন হুইই
  • ক্ষমা কখনো অতীতকে পরিবর্তন করতে পারে না তবে ভবিষ্যতকে আরো বড় করতে পারে- পল বসে
  • ক্ষমা হলো ভালবাসার সবচেয়ে বড় রূপ যার প্রতিদান হিসেবে আপনি পাবেন হাজারো ভালোবাসা- রবাট মুলার
  • দুর্বল ব্যক্তিরা প্রতিশোধ নেয় শক্তিশালী ব্যক্তিরা ক্ষমা করে এবং বুদ্ধিমান ব্যক্তিরা এড়িয়ে চলে- আলবার্ট আইনস্টাইন
  • ক্ষমা ছাড়া ভালবাসার কোন অস্তিত্ব নাই এবং ভালোবাসা ছাড়া ক্ষমার অস্তিত্ব নেই- ব্রান্ড ব্রায়ান্ট এইচ . এম সি গিল
  • ক্ষমা ছাড়া জীবন হল একটি জেলের মত- উইলিয়াম আর্থার ওয়ার্ড
  • অন্যকে বারবার ক্ষমা করো কিন্তু নিজেকে কখনো ক্ষমা করিও না- সাইরাস
  • ক্ষমায় যদি করতে না পারো তবে তাকে ভালোবাসো কেন- রবিন্দ্রনাথ ঠাকুর

ক্ষমা চাওয়ার পদ্ধতি

আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন মানুষের সাথে চলতে হয়। তাদের মধ্যে কারো সাথে ভালো সম্পর্ক থাকে এবং কারো সাথে খারাপ সম্পর্ক থাকে। খারাপ সম্পর্ক বলতে এমন সম্পর্ক যেখানে শত্রুতা তৈরি হয়ে যায়। এভাবেই চলতে হয় এটাই পৃথিবীর নিয়ম। এভাবে চলতে গিয়ে অনেকের সাথে আমাদের খারাপ ব্যবহার করা হয়ে থাকে।


যার কারণে ক্ষমা চাওয়ার প্রয়োজন পড়ে। কিন্তু অনেকে ক্ষমা চাওয়ার উপায় বা পদ্ধতি সম্পর্কে জানেনা। কিভাবে সহজে ক্ষমা পাওয়া যায় তার পদ্ধতি নিয়ে আপনাদের সামনে তুলে ধরব। তাহলে চলুন জেনে নেওয়া যাক-
  • প্রথমত নিজের ভুল স্বীকার করুন। যার কাছে ক্ষমা চাও চাইবেন তাকে বলুন এরকম ভুল আর হবে না। ক্ষমা চাওয়ার ক্ষেত্রে কোন রকম অজুহাত দেখানো উচিত হবে না। যেমন আমি এটা করিনি এটা তোমার দোষ ছিল এরকম কোন কথা বলা যাবে না।
  • ক্ষমা চাওয়ার জন্য আপনার আচরণের সরলতার বহিঃপ্রকাশ ঘটান। আপনি তার সাথে খারাপ ব্যবহারের কারণে মন থেকে অনুতপ্ত সেটি বুঝানোর চেষ্টা করুন।
  • তার সাথে আর কখনো এমন ভুল করবেন না সেরকম প্রতিশ্রুতি তাকে দিতে পারেন। তার ভূমিকা আপনার জীবনে কতটুকু সেটি তাকে বোঝানোর চেষ্টা করুন।
  • আপনি ক্ষমা চাইতে গেলে আপনার নামে অনেক অভিযোগ আপনার সামনে তুলে ধরবে। সেগুলো মন দিয়ে শুনুন এবং ঠান্ডা মাথা সমাধানের চেষ্টা করুন।
  • তাকে বিভিন্ন উপায়ে সাহায্য করার চেষ্টা করুন৷ সে যদি আপনাকে শত্রুও মনে করে তারপরও তাকে আপনি বিভিন্নভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিন।
  • বিভিন্ন অজুহাতে তার পাশাপাশি থাকার চেষ্টা করুন। কাছাকাছি থাকলে অনেক সময় মন নরম হয়ে যায় এবং ক্ষমা পাওয়া সহজ হয়।
  • আপনি আপনার ব্যবহারের জন্য যার কাছে ক্ষমা চাইবেন তাকেও আপনি মন থেকে ক্ষমা করুন। আপনি মন থেকে ক্ষমা করলে সে বুঝতে পারবে ৷ তারপর সে নিজেও আপনাকে ক্ষমা করবে।
  • পছন্দকে মূল্য দিতে শিখুন। যে ব্যক্তির কাছে আপনি ক্ষমা চাইবেন তার পছন্দের অবশ্যই মূল্য দিতে হবে বা তার মতামতের গ্রহণযোগ্যতা আপনার কাছে থাকতে হবে।

ক্ষমা নিয়ে স্ট্যাটাস

আপনি নিশ্চয়ই ক্ষমা নিয়ে স্ট্যাটাস জানতে চাচ্ছেন। সেজন্য আপনাকে সাহায্য করার জন্য আমরা এখানে ক্ষমা নিয়ে কয়েকটি স্ট্যাটাস আপনাদের সামনে তুলে ধরব। তাহলে চলুন জেনে নেওয়া যাক-
  • একজন মানুষের সর্বোচ্চ সংযম হচ্ছে প্রচন্ড রাগের মাথায় কাউকে ক্ষমা করে দেওয়া। কারণ সহজে ক্ষমা করতে সবাই পারেনা।
  • ক্ষমা করতে না পারলে ভালবাসার কোন দরকার নেই, কারণ যে ভালোবাসায় ক্ষমা নেই সে ভালোবাসা পাথর স্বরুপ।
  • আপনি যদি সত্যিকার অর্থে কাউকে ভালবাসেন তাহলে অবশ্যই আপনার ক্ষমা করার মানসিকতা থাকতে হবে।
  • ক্ষমা হচ্ছে এমন একটি অদৃশ্য শক্তি যা অহংকারে ধুলো সাথে মিশিয়ে দেয়। হৃদয় নিংড়ানো ভালোবাসার অবিশ্বাস ও প্রকাশই হচ্ছে ক্ষমা।
  • যার মাঝে প্রিয়জনকে হারানোর ভয় থাকে সে ভুল করার সাথে সাথে ক্ষমা চেয়ে নেয়, কারণ সে তার প্রিয় মানুষকে মূল্য দিতে জানে।
  • ক্ষমাহীন দৃষ্টি কখনোই অনুতাপ করে না কারণ যে ক্ষমা করে সে ক্ষমা পায়।
  • যে ক্ষমা করতে জানে তার মনের গভীরতা অনেক। ক্ষমা করার জন্য বড় মনের প্রয়োজন হয়।
  • ক্ষমা করার মানসিকতা অনেকাংশেই পারিপার্শ্বিক পরিবেশের উপর নির্ভরশীল।
  • আপনি কাউকে ক্ষমা করতে জানলে আপনি অবশ্যই জীবন্ত।
  • যে ক্ষমা করতে জানে না তার হৃদয় যে কত ভয়ংকর তা শুধু তার আচরণ দ্বারা উপলব্ধি করা যায়। ক্ষমাহীন হৃদয় পশুর সমান।
  • মানুষ একে অপরকে ক্ষমা করতে জানে বলেই পৃথিবীতে মানুষ জাতি সর্ব গ্রহণ যোগ্য। এখানে মানুষ এবং অন্যান্য পশু পাখির মধ্যে পার্থক্য রয়েছে।

লেখকের মন্তব্য

ক্ষমা হচ্ছে সবচেয়ে বড় মহৎ গুণ। ক্ষমাশীল হৃদয় ফুলের মত পবিত্র হয়। সেজন্য মহৎ হৃদয়ের অধিকারী হতে হলে ক্ষমা করা শিখতে হবে। আল্লাহর কাছে সেই প্রিয় বান্দা যে মানুষকে ক্ষমা করতে জানে। প্রিয় পাঠক, এই আর্টিকেলটি যদি আপনার ভালো লাগে এবং উপকৃত হন তাহলে আপনি আপনার বন্ধু-বান্ধব এবং আত্মীয় স্বজনের সাথে শেয়ার করুন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url