যোগ্যতা নিয়ে উক্তি - অযোগ্য ব্যক্তি নিয়ে উক্তি জেনে নিন

প্রিয় পাঠক, আপনি কি যোগ্যতা নিয়ে কয়েকটি উক্তি সম্পর্কে জানতে চাচ্ছেন? তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য। এ আর্টিকেলের মাধ্যমে আমরা আপনার সামনে যোগ্যতা নিয়ে উক্তি তুলে ধরব। এ সম্পর্কে জানতে হলে এই আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়তে হবে।
যোগ্যতা নিয়ে উক্তি
এ আর্টিকেলটি পড়লে আপনারা অযোগ্য ব্যক্তি নিয়ে কয়েকটি উক্তি সম্পর্কে জানতে পারবেন।

ভূমিকা

যোগ্যতার লড়াই গোটা বিশ্বে বিদ্যমান। এই লড়াই শুধুমাত্র আমাদের দেশে সীমাবদ্ধ নয়। যে ব্যক্তি যোগ্য সে সমাজে সকল ক্ষেত্রেই বিশেষ সম্মানের অধিকারী। কিন্তু যে ব্যক্তি অযোগ্য সে সর্বদাই নিকৃষ্ট হিসেবে বিবেচিত হয়। কোন মানুষকে অযোগ্য বলে বিবেচনা করা উচিত নয়। কারণ একটা অযোগ্য ব্যক্তিরও কোনো না কোনো যোগ্যতা রয়েছে বা প্রতিভা রয়েছে।


তবে সমাজে এমন কিছু মানুষ রয়েছে যারা নিজের যোগ্যতাকে না দেখে অন্যের যোগ্যতা নিয়ে কথা বলে। একটু এদিক ওদিক হলেই বিভিন্ন ধরনের কটু কথা শোনায়। আমাদের মূলত এই ধরনের মানুষকে অযোগ্য বলা উচিত। কারণ তারা নিজেরাই জানে না তাদের কি যোগ্যতা আছে বা নেই। আবার কিছু কিছু মানুষ যোগ্যতা থাকা সত্ত্বেও নিজেকে অযোগ্য বলে সমাজে তুলে ধরে।


তারা কি করতে পারে না পারে এ সম্পর্কে তাদের জ্ঞান নেই। মা যোগ্যতা অর্জন করার চেষ্টাও তাদের মধ্যে নেই। এসব মানুষ সমাজে কখনো সফল ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবে না। কারণ তাদের মধ্যে যোগ্যতা অর্জন করার কোন ইচ্ছা শক্তি নেই। আপনার জীবনে চলার পথে এই সব মানুষের সাথে পরিচিত হলে তাদের সঙ্গ ত্যাগ করুন।


কারণ তাদের দ্বারা কোন সুফল পাবেন না তারা মূলত অলস প্রকৃতির হয়। কথায় আছে ইচ্ছা থাকলে উপায় হয়। যাদের ইচ্ছা নেই তারা উপায় কি করে করবে। আপনি কোন কিছু অর্জন করতে চাইলে সর্বপ্রথম আপনাকে ইচ্ছাশক্তি দৃঢ় করতে হবে এবং তারপরে ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে। সে ক্ষেত্রে আপনার যোগ্যতা অর্জন করা অনেক সহজ হবে।

আমাদের এই আর্টিকেলটি মূলত যোগ্যতা ও অযোগ্য ব্যক্তি নিয়ে কয়েকটি উক্তি।

যোগ্যতা নিয়ে উক্তি

  1. কৃতজ্ঞতা এবং যোগ্যতা ছাড়া তুমি কখনোই আদর্শ একজন নেতা হতে পারবে না- উনারাইন
  2. কখনো কখনো যোগ্যতা আচরণের দ্বারা প্রস্ফুটিত হয়ে থাকে
  3. তোমার যোগ্যতা নয় বরং তোমার আচরণই বলে দিবে তুমি কে- ভাসুদেভ
  4. যোগ্যতা হলো তা যা একজন ব্যক্তিকে কেউ না থাকলেও কোনো কিছু সঠিকভাবে করার শক্তি যোগায়- হেনরি ফরড
  5. ব্যক্তির যোগ্যতা হল দেহের উপর সাজসজ্জা
  6. ব্যক্তির যোগ্যতা তার নামের প্রচারণার অন্যতম বাহন
  7. প্রাতিষ্ঠানিক যোগ্যতা থাকা মানে জীবনের জন্য যোগ্য হয়ে উঠা নয়- ডেভিড ইরভিং
  8. সমস্যাকে সুযোগে পরিণত করতে পারে একমাত্র একজন যোগ্য ব্যক্তি- রবাট রডফট
  9. যোগ্য ব্যক্তিরা নিজের যোগ্যতাকে বারবার প্রমাণ করতে চায় না
  10. অযোগ্যদের কাছে নিজের যোগ্যতা কখনো প্রমাণ করতে যাবেন না তাহলে নিজেও একজন অযোগ্য বলে প্রমাণিত হবেন
  11. যে অন্যের যোগ্যতা নিয়ে কথা বলে তার নিজের যোগ্যতা সম্পর্কে ধারণা নেই
  12. যোগ্যতা একজন মানুষের কাছে অমূল্য সম্পদ যা নিজেকে সফলভাবে বাঁচতে সাহায্য করে
  13. সফল হতে চাইলে অবশ্যই যোগ্যতা থাকতে হবে কেননা যোগ্যতা দ্বারা সফলতা অর্জন করা সম্ভব
  14. একজন যোগ্য ব্যক্তি সমাজে সবচেয়ে উচ্চ সম্মানের অধিকারী হয়
  15. সম্মান তাকেই করার উচিত যার সম্মান পাওয়ার যোগ্যতা রয়েছে
  16. যোগ্যতা আলাদাভাবে প্রমাণ করতে হয় না নিজের কর্মের মধ্যেই প্রমাণিত হয়
  17. সত্যিকারের যোগ্যতা নদীর মতো এটি যত গভীর হয় তত কম শব্দ করে- জর্জ সাবিল
  18. কখনো কাউকে তার যোগ্যতার সমান পুরস্কৃত করোনা, তাকে সর্বদা বোঝাতে হবে যে পুরস্কারটি তার উপরে ছিল- হেন্রি ফিল্ডিং
  19. কখনো কাউকে অযোগ্য বলে অবহেলা করো না, ভেবে দেখো তুমিও কারো না কারো কাছে অযোগ্য কেউ কারো যোগ্য নয় যোগ্য বিবেচনা করে নিতে হয়- হুমায়ূন আহমেদ
  20. যেখানে আমরা যোগ্যতার প্রতিযোগিতা করতে পারি সেখানে আমরা খুব ভালো কিছু আশা করতে পারি- জেমস এল বারকসডেল
  21. নিজের যোগ্যতা বুঝতে শিখো তাহলে সকল সমস্যার সমাধান পেয়ে যাবে
  22. কারো যোগ্যতা যাচাই করার জন্য নিজের যোগ্যতা প্রয়োজন
  23. যোগ্যতা কখনোই রাতারাতি হয় না এটা হল একটা অভ্যাস যা তৈরি করে নিতে হয়- এরিস্টটল
  24. যোগ্যতা এবং অভিজ্ঞতা আপনার কাজের সাফল্য আগেই বলে দিতে পারে
  25. যোগ্যতা তৈরি হল ভবিষ্যতের জন্য বিনিয়োগের মতো
  26. যোগ্যতা মুখ দেখে নয় কাজে প্রমাণিত হয়
  27. নিজের যোগ্যতা সম্বন্ধে যার প্রকৃত জ্ঞান আছে সেই আসল বুদ্ধিমান

অযোগ্য ব্যক্তি নিয়ে উক্তি

  1. অযোগ্য ব্যক্তি সর্বদা নিজেকে অন্যের সামনে যোগ্য বলে তুলে ধরে
  2. অযোগ্য ব্যক্তি কর্মের চেয়ে কথাকে বেশি প্রাধান্য দেয়
  3. যে সর্বদা অন্যের যোগ্যতা নিয়ে কথা বলে সেই অযোগ্য
  4. অযোগ্য ব্যক্তি তার আচরণের মাধ্যমে তার পরিচয় তুলে ধরে
  5. এ ধরনের ব্যক্তিদের কাছে কখনো ভালো কিছু আশা করবেন না কারণ তারা নিজের কাজের ভালো যোগ্যতা রাখে না
  6. অযোগ্য ব্যক্তির সঙ্গ থাকলে নিজের যোগ্যতা অনেক সময় চাপা পড়ে যায়
  7. এ ধরনের ব্যক্তিরা নিজেকে উপরে উঠাতে পছন্দ করে
  8. জীবনে বড় হতে চাইলে অযোগ্য ব্যক্তির সাথে মেলামেশা না করাই ভালো
  9. অযোগ্য ব্যক্তি সর্বদা সমাজের কাছে নিচু হয়ে থাকে
  10. যোগ্যতা ও অযোগ্যতা প্রমাণিত হয় মানুষের কথায় ও কর্মে
  11. কর্মহীন মানুষ সর্বদা অযোগ্য বলে গণ্য হয়
  12. কেউ কেউ একা থাকার ভয়ে অযোগ্য মানুষকে আঁকড়ে ধরে
  13. অযোগ্য ব্যক্তি সকল ক্ষেত্রে অকৃতজ্ঞ হয়ে থাকে
  14. দুর্বলেরা প্রতিযোগিতা করে আর শক্তিশালীরা অধিপত্য বিস্তার করে
  15. ভীরুরা তাদের প্রকৃত মৃত্যুর আগেই বহুবার মরে কিন্তু সাহসীরা জীবনে মাত্র একবারই মৃত্যুর স্বাদ গ্রহণ করে থাকে
  16. যোগ্যতার চেয়ে বেশি কিছু পেলে নিজেকে অনেক বড় মনে করা ব্যক্তিরা অযোগ্য
  17. যাদের কোন কিছু অর্জন করার যোগ্যতা নেই তারা কোন কিছু পেয়ে গেলে অনেক অহংকারী হয়ে ওঠে
  18. প্রাতিষ্ঠানিক যোগ্যতা থাকা মানেই যোগ্য হয়ে উঠা নয়
  19. অকৃতজ্ঞরা কখনোই যোগ্য নেতা হয়ে উঠতে পারে না
  20. অযোগ্য ব্যক্তিকে কখনোই তার ভুল সম্পর্কে বুঝাতে পারবে না
  21. ইচ্ছা শক্তি দুর্বল এবং ধৈর্য না থাকলে জীবনে সফল হওয়া যায় না
  22. সফলতা আপনা আপনি আসে না বরং এটি যোগ্যতা বলে ছিনিয়ে আনতে হয়
  23. প্রতিটি মানুষেরই কোন না কোন কিছু করার যোগ্যতা থাকে তবে সেটা বোঝার ক্ষমতা থাকতে হয়
  24. যোগ্য না হলে জীবন সংগ্রামের টিকে থাকা অত্যন্ত কঠিন
  25. হার মেনে যাওয়া ব্যক্তিরাই অযোগ্য এবং হার না মানা ব্যক্তিরা যোগ্য

লেখকের মন্তব্য

অন্যের যোগ্যতা যাচাই না করে নিজের যোগ্যতা সম্পর্কে জানুন এবং উপলব্ধি করতে শিখুন তাহলে জীবনে সফলতা অর্জন করা অনেক সহজ হবে। প্রিয় পাঠক, এই আর্টিকেলটি যদি আপনার ভালো লাগে এবং উপকৃত হন তাহলে আপনি আপনার বন্ধু বান্ধব এবং আত্মীয়-স্বজনের সাথে শেয়ার করুন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url