অকৃতজ্ঞ মানুষ নিয়ে উক্তি - মুখোশধারী বন্ধু নিয়ে উক্তি
প্রিয় পাঠক, আপনি কি অকৃতজ্ঞ মানুষ নিয়ে উক্তি খুঁজছেন। তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য। এ আর্টিকেলের মাধ্যমে আমরা আপনাকে অকৃতজ্ঞ মানুষ নিয়ে উক্তি এবং মুখোশধারী বন্ধু নিয়ে উক্তি সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব। এ সম্পর্কে জানতে হলে সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।
এই আর্টিকেলটি পড়লে আরো জানতে পারবেন অকৃতজ্ঞ মানুষ চেনার উপায়, বহুরূপী বন্ধু নিয়ে উক্তি, মুখোশধারী বন্ধু চেনার উপায় ইত্যাদি।
ভূমিকা
জীবনে চলার পথে আমাদের বিভিন্ন ধরনের মানুষের সাথে পরিচিত হতে হয়। প্রত্যেকটি মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য আলাদা আলাদা। আলাদা বৈশিষ্ট্যের কারণে মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি হয়। উত্তম চরিত্রের মানুষের সাথে জীবনের চলা খুবই সহজ এবং ভালো। কিন্তু কিছু কিছু মানুষ রয়েছে যারা বেঈমান, মুখোশধারী, স্বার্থপর এবং অকৃতজ্ঞ।
আরো পড়ুনঃ স্বার্থপর মানুষ নিয়ে উক্তি ও স্ট্যাটাস
এ ধরনের মানুষের সাথে জীবনে চলতে গেলে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। কারণ এ ধরনের মানুষ কখনোই অন্যের ভালো চায়না। সর্বদা নিজের ভালোর জন্য মানুষের সাথে সম্পর্ক রাখে। অকৃতজ্ঞ মানুষ বলতে সে ধরনের মানুষকে বোঝায় যাদের মধ্যে কৃতজ্ঞতা বোধ থাকে না বা প্রয়োজনে মিশে অপ্রয়োজনে দূরে যায়।
আরো পড়ুনঃ বেঈমান মানুষ নিয়ে উক্তি ও স্ট্যাটাস
আপনার যদি জীবনে এ ধরনের মানুষের সাথে পরিচিতি হয় তবে সাবধান হয়ে যান। কারণ এই ধরনের মানুষ কখনোই আপনার জীবনে ভালো কিছু সৃষ্টি হতে দিবে না। এ ধরনের মানুষকে সবসময় সুবিধাবাদী মানুষ বলে চিহ্নিত করা হয়। যারা নিজের বিপদে অন্যের সাহায্য নিবে কিন্তু অন্যের বিপদে নিজের কখনোই সাহায্য করবে না।
অকৃতজ্ঞ মানুষ নিয়ে উক্তি
বর্তমান সময়ে অকৃতজ্ঞ মানুষের সংখ্যা অনেক বেশি। আজ আমরা এখানে অকৃতজ্ঞ মানুষ নিয়ে কয়েকটি উক্তি সাজিয়েছি আপনাদের জন্য। তাহলে চলুন উক্তিগুলো জেনে নেওয়া যাক-
- অকৃতজ্ঞ ব্যক্তি বিষধর সাপের সমান কারণ সুযোগ পেলে ছোবল মারবেই।
- অকৃতজ্ঞ মানুষের মধ্যে দুটি রূপ থাকে যেমন নিজের প্রয়োজনে মানুষের সাথে সু-সম্পর্ক করে এবং প্রয়োজন ফুরালে দূরে ঠেলে দেয়।
- কৃতজ্ঞতা মানুষের চরিত্রের সুন্দর আবরণ তৈরি করে আর অকৃতজ্ঞ সত্তা হচ্ছে মানুষের বিধ্বংসী রূপ।
- অকৃতজ্ঞ মানুষের কাছে আপনি কখনোই ভালো হতে পারবেন না কারণ সে তার প্রয়োজনে মিশবে এবং সুযোগ পেলেই তার সদ্ব্যবহার করবে।
- অকৃতজ্ঞ মানুষ সর্বদা নিজের কথা চিন্তা করে নিজের ভালোর জন্য এসে অন্যের ক্ষতি করতে দ্বিধাবোধ করে না।
- অকৃতজ্ঞ মানুষ দুঃখে থাকলে এক রূপ এবং সুখে থাকলে আরেক রূপ দেখা যায়।
- অকৃতজ্ঞ ব্যক্তি সর্বদা নিজের মনের মধ্যে নেতিবাচক চিন্তা পোষণ করে এবং তা অন্যের মধ্যে ছড়িয়ে দেয়।
- আপনি যদি কারো কাছ থেকে কিছু নেওয়ার পর তার প্রতিদান স্বরুপ কিছু দেওয়ার ইচ্ছা পোষণ না করেন তাহলে আপনি অকৃতজ্ঞ।
- অকৃতজ্ঞ একটি ভয়ংকর রোগের সমতুল্য যা আপনাকে পারস্পারিক সৌন্দর্যের উপভোগ করতে বাধা তৈরি করে।
- একজন অকৃতজ্ঞ ব্যক্তির সমস্ত অভাবে মানুষের ক্ষতি করে।
- একজন অকৃতজ্ঞ ব্যক্তি সীমাহীন অসন্তোষের দরিদ্রে ভুগতে পারে।
- একজন অকৃতজ্ঞ মানুষের জিহ্বা ধারালো ছুরির মত যা সামনে থাকা মানুষের হৃদয়কে চিরে দেওয়ার ক্ষমতা রাখে।
- একজন অকৃতজ্ঞ মানুষের মনে কখনোই অন্য মানুষের প্রতি কৃতজ্ঞতা থাকেনা।
- এ ধরনের মানুষ কখনোই নিজের বিপদের মুহূর্ত মনে রাখে না সেজন্যই তারা অকৃতজ্ঞ বলে পরিচিত হয়।
- অকৃতজ্ঞ হলো একটি মানুষের ভয়ঙ্কর রূপ যা ব্যক্তি এবং সমাজকে ধ্বংস করতেও দ্বিধাবোধ করে না।
- অকৃতজ্ঞ মানুষের চরিত্র সর্বদা কুৎসিত আবরণে ঢাকা থাকে।
- একজন অকৃতজ্ঞ মানুষকে কখনোই পায়ে উঠতে সাহায্য করবে না এটা অনেকটা নেকড়েকে সাহায্য করার সমতুল্য হবে।
- এমন কোন অকৃতজ্ঞ লোকের জন্য নিজের সময় এবং আবেগকে বিনিয়োগ করবেন না যেভাবে তার এই মানসিক রোগকে আপনি নিরাময় করতে পারেন।
- আপনি কখনোই একজন সুখী অকৃতজ্ঞ ব্যক্তিকে দেখতে পাবেন না।
- অকৃতজ্ঞ ব্যক্তি এবং অভিযোগকারীকে আশীর্বাদ করা হবে না।
- জাহান্নাম পূর্ণ হবে অকৃতজ্ঞ ব্যক্তিদের দ্বারা।
- আপনি এই পৃথিবীতে সব কিছু হতে পারবেন শুধুমাত্র অকৃতজ্ঞ হবেন না।
- অকৃতজ্ঞ ব্যক্তিরা ভুলে যায় যেটির জন্য তারা কৃতজ্ঞ নয়।
- সবচেয়ে বড় দয়া হল অকৃতজ্ঞকে আবদ্ধ করবে না।
- হৃদয়ের সবচেয়ে দুঃখজনক সত্য হলো অকৃতজ্ঞতা।
- একটি অকৃতজ্ঞ কুকুর হল একটি মানুষের চেয়ে ভালো।
- মানুষের প্রতি অকৃতজ্ঞতা হলো ঈশ্বরের প্রতি অকৃতজ্ঞতা।
- কেন আপনি তাদের জন্য বেশি করছেন যারা আপনার জন্য কম করেছে।
- দুষ্টু মানুষেরা সর্বদা অকৃতজ্ঞ।
- সে অকৃতজ্ঞ যে অস্বীকার করে যে, সে একটি অনুগ্রহ পেয়েছে যা তাকে দেওয়া হয়েছে এবং সে তা গোপন করে।
- শান্ত থাকুন এবং অকৃতজ্ঞ লোকদের উপেক্ষা করুন।
- একজন অকৃতজ্ঞ ব্যক্তি তাদের সকলকে আহত করে যাদের সহায়তা প্রয়োজন।
- দানের মাধ্যমে আপনাদের কর্তব্য সম্পাদন করুন যদিও অল্প সংখ্যক মানুষই এর জন্য কৃতজ্ঞ হয়
- একটি অভিযোগকারীর জিহ্বা একটি অকৃতজ্ঞ হৃদয়কে প্রকাশ করে।
- অন্য লোকদের উষ্ণ করার জন্য আপনি নিজেকে আগুন লাগানোর দরকার নেই।
- অকৃতজ্ঞদের ভালো করা মানে সমুদ্রের মধ্যে গোলাপজল ঢালা।
অকৃতজ্ঞ মানুষ চেনার উপায়
অকৃতজ্ঞ মানুষেরা কখনোই কারো উন্নতি চায় না। সেজন্য অকৃতজ্ঞ মানুষ থেকে দূরে থাকতে হয়। মানুষের কয়েকটি আচরণই বলে দিবে সে মানুষটি অকৃতজ্ঞ। তাহলে চলুন অকৃতজ্ঞ মানুষ চেনার কয়েকটি উপায় সম্পর্কে জেনে নেই-
- অকৃতজ্ঞ মানুষ সব সময় হিংসা পরায়ণ হয়ে থাকে। এ ধরনের মানুষরা কারো ভালো সহ্য করতে পারে না। তারা নিজেকে সবসময় অন্যের সাথে তুলনা করে।
- যে মানুষগুলো অকৃতজ্ঞ তাদের স্বভাবেই বোঝা যায়। তারা খিটখিটে মেজাজের হয়ে থাকে এবং হঠাৎ করেই রেগে যায় এবং নিজেদেরকে প্রাধান্য বেশি দিয়ে থাকে।
- অকৃতজ্ঞ মানুষ সবসময় নেতিবাচক মনোভাব পোষণ করে। কেননা বেশিরভাগ অকৃতজ্ঞ মানুষের অতীত বড় কোন কষ্টের শিকার। নিজের নেতিবাচক মনোভাব অন্যদের মধ্যে ছড়িয়ে দেওয়াই তাদের মূল বৈশিষ্ট্য।
- অকৃতজ্ঞ মানুষগুলো সব সময় নিজেকে কষ্টে আছে বলে সবার সামনে তুলে ধরে। অন্যের কাছ থেকে স্বার্থ হাসিল করার জন্য কষ্টের অভিনয় করে সর্বদা।
বহুরূপী নিয়ে উক্তি
বহুরূপী সেই মানুষগুলো যারা অনেক রুপ ধারণ করে। যারা নিজের সাথে এবং সময়ের সাথে নিজেকে খুব সহজে পরিবর্তন করতে পারে। আমরা এখানে বহুরূপী নিয়ে কয়েকটি উক্তি আপনাদের সামনে তুলে ধরব। তাহলে চলুন জেনে নেওয়া যাক-
- মেলায় দেখা বহুরূপে আমাদের মনোরঞ্জন করে আর আমাদের আশেপাশে থাকা বহুরূপী আমাদের সর্বনাশ করে।
- বহুরূপীদের অনেক কিছু করতে হয় তাদের নিজের রূপ বদল করতে।
- বহুরূপীদের ভিড়ে নিজেকে সর্বদা একই রূপে বারবার খুঁজে পাওয়া খুবই কষ্টকর।
- ভদ্র সমাজে অনেক খারাপ মানুষ মুখোশের আড়ালে বহুরূপী সেজে থাকে, তাই তাদের থেকে সাবধান।
- আমরা সকলেই এক একজন বহুরূপী নকল মুখোশের আড়ালে নিজেদের ঢেকে রাখি।
- শত্রুরা বেশিভাগ সময় বহুরূপী সেজে আমাদের জীবনে আসে সেজন্য তাদের আসল রূপ চেনা বড়ই কঠিন হয়ে যায়।
- আমাদের চারপাশে বিভিন্ন ধরনের বহুরূপে মানুষ থাকে তাদের ভিতরে এক রূপ এবং বাহিরে আরেক রূপ।
- দু’মুখো চরিত্রের মানুষগুলো সমাজে বহুরূপী হিসেবে পরিচিত।
- বহুরূপী মানুষ বারবার নিজের রূপ পরিবর্তন করে বলে তাদের চেনা খুবই মুশকিল।
- নিজের স্বার্থের জন্য বহুরূপী যে কোনো রূপ ধারণ করতে পারে।
- যেকোনো মূল্যে তারা তাদের স্বার্থ হাসিল করার জন্য বিভিন্ন ধরনের রূপ ধারণ করে থাকে।
- বহুরূপী মানুষ সুযোগ পেলে বিষাক্ত সাপের মতো ছোবল দেয়।
- বহুরূপী মুখোশের আড়ালে থেকে খুব সহজেই ক্ষতি করে থাকে।
মুখোশধারী বন্ধু নিয়ে উক্তি
আমাদের জীবন চলার পথে বিভিন্ন ধরনের বন্ধু তৈরি হয়। তবে সবগুলো বন্ধু জীবনের সঠিক পথ পরিচালনার জন্য উত্তম নয়। কিছু কিছু মুখোশধারী বন্ধু থাকে যারা মুখোশের আড়ালে সুযোগ নিয়ে ক্ষতি করে থাকে। আমরা এখানে মুখোশধারী বন্ধু নিয়ে কয়েকটি উক্তি আপনাদের সামনে তুলে ধরবো। তাহলে চলুন মুখোশধারী বন্ধু নিয়ে কয়েকটি উক্তি জেনে নেওয়া যাক-
- মানুষকে যত সহজে বিশ্বাস করা শুরু করবেন দেখবেন তত আপনার আশেপাশের মুখোশধারী মানুষের সংখ্যা বেড়ে গেছে।
- বিপদে যে বন্ধু আপনাকে সাহায্য করেছিল তাকে আপনি যত্ন করে রেখে দিন কারণ সে সমাজের এক অমূল্য রতন।
- আপনার সু-সময়ে সব থেকে বেশি তোষামোদকারী বন্ধুদের চিনে রাখুন। দেখবেন বিপদের দিনে তাকে কিছুতেই খুঁজে পাওয়া যাবে না।
- মুখোশধারী বন্ধু আপনার সাথে এমন নীতি আচরণ করবে যে আপনি কখনোই তার হৃদয়ের তিক্ততার আন্দাজ করতে পারবেন না।
- সত্যিকার অর্থে যে মানুষ সবচেয়ে খারাপ তাকেও বিবেচনায় ভালো বলা যায় কারণ সে মুখে তার বন্ধুর মতো অভিনয় করেন।
- বিপদের সময় মুখোশধারী বন্ধুদের চেনা যায় কারণ সে সময় তারা বিভিন্ন অজুহাতে দূরে সরে যায়।
- আপনার সাফল্যে দেখবেন কিছু মানুষের মুখে অখুশির ছায়া ফুটে ওঠে, চিনে নেবেন সেগুলোই মুখোশধারী বন্ধু।
- মুখোশের আড়ালে থাকা মানুষগুলোর জগত অন্ধকারে আচ্ছন্ন, কারণ তারা নিজেকে কখনোই আলোর দিকে ধাবিত করতে চায় না।
- জীবনের মুখোশধারী বন্ধু থাকার চেয়ে একা থাকা অনেক ভালো।
- মুখোশধারী বন্ধু জীবনের সফলতার অন্তরায় হয়ে দাঁড়ায়।
- মুখোশধারী বন্ধুদের রূপ সবচেয়ে বেশি ভয়ংকর কারণ তারা মুখোশের আড়ালে থেকে যেকোনোভাবে আপনার ক্ষতি করতে পারে।
- মুখোশধারী বন্ধু চিনতে হলে অবশ্যই একবার বিপদে পড়তে হবে, তাহলে আসল বন্ধু এবং মুখোশধারী বন্ধু চেনা সহজ হবে।
- মুখোশধারী বন্ধু সবসময় নিজেকে সাধুভাবে আপনার সামনে উপস্থাপন করবে এবং আপনার শুভাকাঙ্ক্ষী হিসেবে নিজেকে প্রমাণ করবে কিন্তু প্রকৃত বন্ধুরা এরকম করার প্রয়োজন মনে করে না।
- মুখোশধারী বন্ধু সব সময় ছায়ার মত যখন আপনার আলোর মুহূর্ত তখন পাশে থাকবে এবং অন্ধকার মুহূর্তে দূরে চলে যাবে।
মুখোশধারী বন্ধু চেনার উপায়
মুখোশধারী বন্ধু সবসময় ক্ষতি করার চেষ্টা করে। সেজন্য তাদের চিনে থাকা অত্যন্ত জরুরী। তাহলে চলুন মুখোশধারী বন্ধু চেনার কয়েকটি উপায় আপনাদের সামনে আলোচনা করবো-
- মুখোশধারী বন্ধুরা সবসময় মিষ্টিভাষী হয় এবং নিজেকে সবসময় ভালো প্রমাণ করার চেষ্টা করে।
- মুখোশধারী বন্ধুরা সবসময় স্বার্থপর বৈশিষ্ট্যের হয়ে থাকে। সেজন্য তাদের চিন্তা হলো তাদের স্বার্থের উপর অবশ্যই একবার আঘাত আনতে হবে।
- মুখোশধারী বন্ধু সবসময় মিথ্যাবাদী হয়ে থাকে। মিথ্যা কথা বলে মানুষের মন ভুলানো তাদের পেশা। যে কোন মুহূর্তে মিথ্যা কথা বলে যে কোন প্রসঙ্গকে পাল্টে দিতে পারে।
- বিপদে পড়লে মুখোশধারী বন্ধু চেনা যায় কারণ মুখোশধারী বন্ধু বিপদের সময় বিভিন্ন অজুহাত দেখিয়ে সরে যায়।
- মুখোশধারী বন্ধু সবসময় স্বার্থের সাথে সম্পর্ক রাখে স্বার্থ ফুরালে কেটে পড়ে।
- মুখোশধারী বন্ধু নিজেকে সবসময় ভালো মানুষ হিসেবে তুলে ধরার চেষ্টা করে নিজেদের স্বার্থ হাসিল করার জন্য।
লেখক এর মন্তব্য
সমাজে বিভিন্ন ধরনের মানুষ বাস করে তাদের বৈশিষ্ট্য বিভিন্ন রকম। কিছু কিছু বৈশিষ্ট্যের মানুষ সর্বদা মানুষের ক্ষতি করার জন্য ব্যস্ত থাকে। সেজন্য মানুষের সাথে মিশতে গেলে অবশ্যই তার সম্পর্কে জেনে বুঝে মিশতে হবে। কারণ মুখোশধারী বা অকৃতজ্ঞ মানুষের সাথে না মিশে একা থাকা অনেক ভালো।
প্রিয় পাঠক, এ আর্টিকেলটি যদি আপনার ভালো লাগে এবং উপকৃত হন তাহলে আপনি আপনার বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের সাথে শেয়ার করুন।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url