60+স্বার্থপর বন্ধু নিয়ে স্ট্যাটাস জেনে নিন

প্রিয় পাঠক, আপনি কি স্বার্থপর বন্ধু নিয়ে কয়েকটি স্ট্যাটাস ‍খুজছেন? তাহলে এ আর্টিকেলটি আপনাকে সাহায্য করবে এই আর্টিকেলের মাধ্যমে আমরা আপনাকে স্বার্থপর বন্ধু নিয়ে কতগুলো স্ট্যাটাস সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। এ সম্পর্কে বিস্তারিত ধারণা পেতে হলে সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।
স্বার্থপর বন্ধু নিয়ে স্ট্যাটাস
এ আর্টিকেলটি পড়লে জানতে পারবেন স্বার্থপর বন্ধু কেমন ধরনের হয়ে থাকে এবং তাদের বৈশিষ্ট্য কি অথবা প্রকৃত বন্ধুর বৈশিষ্ট্য কেমন ইত্যাদি।

ভূমিকা

জীবনকে উপলব্ধি করার জন্য এবং সঠিকভাবে চালানোর জন্য বন্ধু তৈরি খুবই প্রয়োজন। বন্ধুত্ব ছাড়া জীবন অচল এবং বর্ণ নাহীন মনে হয়। পৃথিবীতে যত রকম সম্পর্ক রয়েছে সেগুলোর মধ্যে শ্রেষ্ঠতম সম্পর্ক হচ্ছে বন্ধুত্ব। জীবনে পরিবর্তন ও গতিশীলতার জন্য বন্ধুত্ব তৈরি করা খুবই প্রয়োজন। তবে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সচেতন হওয়া এবং সতর্ক থাকা খুবই জরুরী।

কারণ অনেক বন্ধু আছে যারা বন্ধুদের সুযোগ নিয়ে জীবনের সফলতার অনেক বড় বাধা হয়ে দাঁড়ায়। অনেক ক্ষেত্রে দেখা যায় ভবিষ্যতকে ধ্বংসের পথে ঠেলে দেয় খারাপ বন্ধুরা বা স্বার্থপর বন্ধুরা। স্বার্থপর বন্ধুদের চরিত্র বিষাক্ত সাপের সমান। কেননা তারা সুযোগ পেলেই ছোবল দেওয়ার চেষ্টায় থাকবে।


সেজন্য আমাদের প্রতিটি ব্যক্তির বন্ধু নির্বাচনের ক্ষেত্রে অনেক বেশি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। জীবন চলার পথে অনেক বন্ধু তৈরি হয়। কিছু বন্ধু জীবনে আসে জীবনকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আবার কিছু বন্ধু আসে সময়ের সাথে সাথে সুযোগের সদ্ব্যবহার করে জীবন থেকে অনেক কিছু কেড়ে নেওয়ার জন্য।


এ ধরনের বন্ধুদের বেইমান এবং স্বার্থপর বন্ধু বলা হয়। যাদের জীবনে স্বার্থপর বন্ধু তৈরি হয় তাদের চেয়ে হতভাগা কেউ নেই। কারণ স্বার্থপর বন্ধুর দ্বারা উপকারের তুলনায় ক্ষতি বেশি হয়।

স্বার্থপর বন্ধু নিয়ে স্ট্যাটাস

বন্ধু তো এমন একটি সম্পর্ক যেখানে মনের সকল বিষয় ভাগাভাগি করে নেয়া যায়। তবে সে সম্পর্ক হতে হবে একেবারে থাঁটি এবং পরিপূর্ণ। বন্ধু নির্বাচন করতে হবে মনের সাথে মিল রেখে। জীবনে কিছু কিছু স্বার্থপর বন্ধু আসে যারা জীবনের সব সময় অসুবিধার কারণ হয়ে দাঁড়ায়। আমরা এখানে স্বার্থপর বন্ধু নিয়ে কয়েকটি স্ট্যাটাস আপনাদের সামনে তুলে ধরব। তাহলে চলুন জেনে নেওয়া যাক-
  1. স্বার্থপর বন্ধু জীবনের ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়
  2. স্বার্থপর বন্ধুরা সবসময় সুষময়ের বন্ধু হয়ে জীবনে আসে অসময়ের নয়
  3. স্বার্থপর বন্ধুরা কখনোই প্রকৃত বন্ধু নয় কারণ তারা নিজের স্বার্থের জন্য বন্ধুত্ব তৈরি করে
  4. সুসময় দেখে জীবনে আসে সেগুলো বন্ধুই হচ্ছে স্বার্থপর বন্ধু
  5. স্বার্থপর বন্ধু জীবনকে দুর্বিষহ করে তোলে
  6. প্রকৃত বন্ধুরা কখনো স্বার্থপরতাকে মনে ঠাই দেয় না
  7. অসময়ে যেগুলো বন্ধু আসে সে বন্ধুগুলোই হচ্ছে প্রকৃত বন্ধু
  8. বিপদে পড়লে চেনা যায় স্বার্থপর বন্ধু আসল পরিচয়
  9. বন্ধুত্বের সম্পর্ক স্বার্থহীন হতে হয় কেননা স্বার্থের সাথে সম্পর্কিত বন্ধুত্ব বেশি দিন টেকসই হয় না
  10. বন্ধু হিসেবে সঠিক ব্যক্তিকেই বেছে নিন কেননা স্বার্থপর বন্ধু সফলতার সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়
  11. জীবন অতিবাহিত করার পথে যার স্বার্থপর বন্ধু রয়েছে সে পৃথিবীতে সবচেয়ে বড় দুর্ভাগা
  12. সেই ব্যক্তি সবচেয়ে বড় সৌভাগ্যবান যে জীবনে চলতে গিয়ে আসল বন্ধু খুঁজে পাই
  13. বন্ধুত্বের সম্পর্কের নিজেকেও স্বার্থহীন হতে হয় তাহলে প্রকৃত বন্ধু খুঁজে পাওয়া যায়
  14. স্বার্থপর বন্ধুর সাথে সম্পর্ক রাখা সময়কে অপচয় করা একই বিষয়ে
  15. ঘনিষ্ঠ ও স্বার্থপর বন্ধু যে ক্ষতি করতে পারে দূরের অন্য কোন মানুষ তা করতে পারে না
  16. স্বার্থপর বন্ধু চিনতে হলে নিজেকে অবশ্যই একবার বিপদের মধ্যে ফেলতে হবে
  17. স্বার্থপর বন্ধু হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় অভিশাপ
  18. একা একা জীবন পার করা শ্রেয় স্বার্থপর বন্ধু থাকার চেয়ে
  19. আপনি যদি স্বার্থহীন বন্ধু খুঁজে পান তাহলে নিশ্চিত আপনি জীবনে একদিন সফল হবেন
  20. প্রকৃত বন্ধু জীবনে মূল্যবান রত্ন হয়ে আসে যার দ্বারা জীবন সুন্দরভাবে প্রভাবিত হয়
  21. বন্ধুত্বের মধ্যে স্বার্থপরতা থাকলে তা বেশি দিন টিকিয়ে রাখা যায় না
  22. বিপদে পড়লেই বন্ধুত্বের আসল রূপ চেনা যায়
  23. স্বার্থপর বন্ধুকে আপন মনে করা এবং কাঁটাকে ফুল মনে করা একই ব্যাপার
  24. একজন প্রকৃত বন্ধু আপনার জীবনে গতিশীলতা এবং পরিবর্তন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে
  25. স্বার্থপর বন্ধুর সাথে কাটানো মুহূর্তগুলো জীবনে দুঃস্বপ্ন হয়ে থেকে যায়
  26. প্রকৃতপক্ষে যারা ভাল তারা কখনোই অন্যের ক্ষতি চায়না
  27. স্বার্থপর বন্ধু সব সময় নিজের স্বার্থের কথাই বেশি চিন্তা করে
  28. নিজের স্বার্থ হানি করে এ ধরনের বন্ধুরা কখনোই অন্যের ভালো চায়না
  29. নিজের আনন্দকে প্রাধান্য দেওয়াই হচ্ছে সার্থপর ব্যক্তির সবচেয়ে বড় উদাহরণ
  30. স্বার্থপরতা ব্যক্তিকে আত্মকেন্দ্রিক করে তোলে যা জীবনে চলার পথে অন্তরায় হয়ে দাঁড়ায়
  31. স্বার্থপর বন্ধু কখনো বন্ধুকে ভালোবাসে না সে সবসময় নিজেকে ভালোবাসে
  32. স্বার্থপর বন্ধু কখনো বন্ধুত্বের সম্পর্কের পরিতৃপ্তি বা পরিপূর্ণতা লাভ করতে পারে না
  33. শত প্রতিকূলতার মাঝেই যে বন্ধুত্ব টিকে থাকে সেটাই হচ্ছে প্রকৃত বন্ধু
  34. নিজের মতামত ও ইচ্ছাকে সবচেয়ে বেশি প্রাধান্য দেয় স্বার্থপর বন্ধুরা
  35. স্বার্থপর বন্ধু হিংসাত্মক মনোভাবাপন্ন হয়
  36. স্বার্থপরতা মানুষের জীবনকে অন্ধ করে রাখে
  37. বন্ধুত্বের সম্পর্ক কখনোই স্বার্থপর ব্যক্তিদের জন্য তৈরি হয়নি
  38. স্বার্থপর মানুষ সব সময় নিচু মন মানসিকতা সম্পূর্ণ হয়
  39. স্বার্থপর বন্ধুর প্রধান বৈশিষ্ট্য হল বিশ্বাসঘাতকতা
  40. স্বার্থপর বন্ধু কখনো ত্যাগ স্বীকার করতে পারে না
  41. প্রকৃত বন্ধু সর্বদাই তাগি হিসেবে নিজেকে পরিচিত করে
  42. স্বার্থপর মানুষের পৃথিবীতে আপন বলে কেউ হয় না সে নিজেকে সবচেয়ে বড় আপন মনে করে
  43. নিজের চিন্তা ভাবনা বাস্তবে রূপান্তরিত করার জন্য সব ধরনের কাজ করত দ্বিধাবোধ করে না স্বার্থপর বন্ধু
  44. সম্পর্কের সবচেয়ে নিকৃষ্ট রূপ হচ্ছে স্বার্থপরতা
  45. যে ব্যক্তি নিজের জন্য একা বাঁচে সেই হচ্ছে স্বার্থপর মানুষ
  46. স্বার্থপর ব্যক্তি অন্যকে ভালবাসতে অক্ষম
  47. স্বার্থপরতা হচ্ছে একটি ভাঙ্গা দেওয়ালের মত যেখানে ব্যক্তি তার আনন্দকে ধরে রাখতে পারেনা
  48. স্বার্থপর বন্ধু থাকার চেয়ে বন্ধু হীন থাকায় শ্রেয়
  49. শত্রুর চেয়ে বেশি ভয়ংকর হয় স্বার্থপর বন্ধু
  50. সফলতা আমাদের নতুন বন্ধু চিনিয়ে দেয় এবং ব্যর্থতা প্রকৃত বন্ধু খুঁজে পেতে সাহায্য করে
  51. বন্ধুত্বের সম্পর্ককে দুর্বল মনে করে এ ধরনের বন্ধু
  52. সত্যি কারের বন্ধুর চেয়ে মূল্যবান কোন কিছুই পৃথিবীতে নেই
  53. স্বার্থহীন মানুষ মাত্র প্রকৃত বন্ধুর উৎকৃষ্ট উদাহরণ
  54. বন্ধু ছাড়া জীবন একাকীত্ব লাগে তবে স্বার্থপর বন্ধুর চেয়ে একাকীত্ব অনেক বেশি ভালো
  55. স্বার্থপর বন্ধুরা কখনোই প্রকৃত বন্ধু নয় বরং স্বার্থহীন বন্ধুরাই প্রকৃত বন্ধু
  56. স্বার্থের জন্য বন্ধুত্ব তৈরি করাও সবচেয়ে বেশি স্বার্থপরতা
  57. প্রকৃত বন্ধু বিপদ থেকে আগলে রাখে আর স্বার্থপর বন্ধু বিপদ দেখলে পালিয়ে যায়
  58. সফলতা দেখে এসব বন্ধু তৈরি হয় সেসব বন্ধুরা হচ্ছে স্বার্থপর বন্ধু
  59. স্বার্থপর বন্ধু আপনাকে কখনোই বন্ধুত্বের স্বাদ গ্রহণ করতে দিবে না
  60. আত্মকেন্দ্রিক ব্যক্তি কখনোই কারো প্রকৃত বন্ধু হতে পারে না
  61. স্বার্থপর বন্ধুর কাছ থেকে সুবিধা পাওয়া অন্ধকে আইনা দেখানোর সমান
  62. নিজের স্বার্থকে নিয়ে সর্বদা চিন্তা করায় স্বার্থপরতা প্রধান লক্ষণ
  63. স্বার্থপর বন্ধু মাত্র খারাপ স্মৃতি প্রতিরুপ
  64. স্বার্থপর বন্ধু সফলতার পথে প্রধান বাধা হয়ে দাঁড়ায় কারণ তাদের মনোভাব সম্পূর্ণভাবে হিংসাত্মক
  65. নিজের পছন্দ এবং অপছন্দকে সর্বদা প্রাধান্য দেয় এ ধরনের বন্ধুরা
  66. স্বার্থপর বন্ধু সব সময় সুসময়ের বন্ধু হয়ে জীবনে আসে আবার অসময়ে চলেও যায়।

লেখকের মন্তব্য

জীবনে বেঁচে থাকা অব্দি বহু বন্ধুর সাথে পরিচয় হবে। এর মধ্যে কিছু বন্ধু প্রকৃত বন্ধু এবং কিছু বন্ধু স্বার্থপর। বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সর্বদা সচেতন এবং সতর্কতা থাকা আমাদের প্রতিটি মানুষের উচিত। প্রিয় পাঠক, এই আর্টিকেল আপনার ভালো লাগে এবং উপকৃত হন তাহলে আপনি আপনার বন্ধু-বান্ধব এবং পরিবারের সাথে শেয়ার করুন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url