টাকার অভাব নিয়ে উক্তি-খালি পকেট নিয় উক্তি জেনে নিন
প্রিয় পাঠক, আপনি কি টাকার অভাব নিয়ে উক্তি খুজছেন? তাহলে এই আর্টিকেলটি আপনাকে সাহায্য করবে। এ আর্টিকেলের আমরা আপনাকে টাকার অভাব নিয়ে উক্তি এবং খালি পকেট নিয়ে উক্তি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এ সম্পর্কে জানতে হলে সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।
এই আর্টিকেলটি পড়লে আরো জানতে পারবেন টাকার অভাব নিয়ে বিখ্যাত ব্যক্তিদের উক্তি, খালি পকেট নিয়ে বিখ্যাত ব্যক্তিদের উক্তি এবং টাকা নিয়ে কষ্টের কিছু কথা।
ভূমিকা
জীবনকে সুন্দরভাবে সাজাতে এবং সুন্দরভাবে জীবন যাপন করতে অর্থের অনেক প্রয়োজন। অর্থ ছাড়া জীবনে চলা যায় না। টাকার অভাব আমাদের জীবনকে অনেক কঠিন করে তোলে। টাকা ছাড়া আমরা জীবনের কোন চাহিদা পূরণ করতে পারিনা। খালি পকেটে মানুষের সাথে মেলামেশাও করা যায় না। টাকা না থাকলে জীবন মূল্যহীন হয়ে পড়ে।
আরো পড়ুনঃ মানুষের পরিবর্তন নিয়ে উক্তি
টাকা থাকলে জীবনে সুখী হওয়া যায়। টাকা জীবনকে সহজ থেকে সহজতর করে তোলে। যার টাকা নাই সে জানে পৃথিবী কত কঠিন। টাকা না থাকলে আপন মানুষও পর হয়ে যায়। কথায় আছে সম্পর্ক তৈরি হয় টাকার সাথে মানুষের সাথে নয়। নিতিটা এমন হয়ে দাঁড়িয়েছে যে, যার টাকা আছে তার সম্পর্ক আছে, যার টাকা নেই তার সাথে সম্পর্ক নেই।
মানুষের দোষগুণ বিচার করা হয় টাকা দিয়ে। টাকা থাকলে দোষী হওয়া সত্বেও সে নির্দেশ হয়ে যায় এবং টাকা না থাকলে নির্দোষ মানুষ দোষী হয়ে যায়। এটাকেই বলে টাকার খেলা। আবার এমন অনেকে রয়েছেন যারা টাকা টাকা করে জীবন পার করে দেন কিন্তু টাকা পাওয়ার পরে তা ভোগ করার ক্ষমতা থাকে না।
সেজন্য টাকা জীবনকে অর্থবহ করে তুলে এটা সত্য কিন্তু টাকার সাথে সাথে সময়ের মূল্য দিতে জানতে হবে, কারণ অসময়ে টাকা মূল্যহীন হয়ে পড়ে।
টাকার অভাব নিয়ে উক্তি
- টাকা থাকলে পুরো পৃথিবী কেনা যায় কিন্তু টাকা না থাকলে পুরো পৃথিবী চেনা যায়।
- সর্বদা লক্ষ্যের দিকে ছুটে যাও লক্ষ্য ঠিক থাকলে অর্থ তোমার পিছনে দৌড়াবে একদিন।
- টাকার অভাব মানুষের জীবন ব্যবস্থাকে দুর্বল করে দেয়।
- যদি তোমার টাকা থাকে তাহলে দেখবে তোমার দামও এমনি এমনি বেড়ে যাবে।
- টাকার অভাব থাকলে মানুষের জীবন থেকে হারিয়ে যায় অনেক কিছু।
- আপনজনকে ভালোভাবে চিনতে সাহায্য করে টাকার অভাব থাকলে।
- টাকা আছে বলে জীবন রঙিন, না থাকলে জীবন হয় ধূসর মরুভূমি।
- টাকার অভাব আছে বলেই মানুষের মধ্যে এখনো ভেদাভেদ রয়েছে।
- যার টাকা আছে তার সব আছে, যার টাকা নেই তার কিছুই নেই।
- টাকার অভাব কখনো কোন কিছুর বাঁধা হয়ে দাঁড়ায় না বরং চিন্তা ধারা এবং ধারণার স্বল্পতা অনেক কিছুর বাধা হয়ে দাঁড়ায়।
- টাকার অভাব আপনার আশেপাশের মানুষগুলোকে খুবই ভালোভাবে চিনতে শেখায়।
- টাকা ছাড়া পৃথিবী অচল, সে জন্য টাকা হল সবচেয়ে মূল্যবান।
- টাকার অভাব বাস্তবতাকে সুন্দরভাবে চিনতে সাহায্য করে।
- টাকা না থাকলে মানুষের মস্তিষ্ক বিকৃতি হয় তখন যা ইচ্ছা তাই করতে দ্বিধাবোধ করে না।
- টাকা না থাক জীবনকে অনেক কিছু শিখিয়ে দেয়, নতুন করে বাঁচতে শেখায়, নতুন ভাবে চলতে শেখায়।
- ভালোবাসার রং বদলে যায় টাকার অভাবে।
- টাকা না থাকলে কাছের আত্মীয় স্বজন অনেক দূরে চলে যায়।
- তোমার কথার দাম তখনই থাকবে যখন তোমার পকেটে টাকা থাকবে।
- মানুষের মূল্য বিচার করা হয় টাকা দিয়ে গুণ দিয়ে নয়।
- আশেপাশের মানুষগুলোর প্রকৃত রূপ তখনই দেখতে পাবেন যখন আপনার পকেটে টাকা থাকবে না।
- টাকার অভাব দূর করতে টাকার পিছনে নয় কর্মের পিছনে ছুটে যান কারণ কর্মই আপনাকে টাকা এনে দিবে।
- সমাজে উঁচু মাথায় বাঁচতে হলে টাকা উপার্জন করতে শিখুন কারণ যার টাকা নেই তার কোন দাম এবং সম্মানও নেই।
- পৃথিবীতে যার যত টাকা রয়েছে তার কাছে পৃথিবী ততটাই স্বর্গ এবং তার টাকার অভাব হয়েছে তার কাছে ততটাই নরকের চাইতেও বিষাদময়।
- টাকা না থাকলে ভালোবাসাও জানালা দিয়ে ছুটে পালায়।
- টাকা থাকলে বন্ধুর অভাব হয় না, আর টাকা না থাকলে কাছের বন্ধুও পর হয়ে যায়।
- টাকার অভাব মানুষকে ভয়ংকর বাস্তবতার সম্মুখীন করে তোলে।
- টাকার সাথে অভিজ্ঞতার সূত্র রয়েছে কারণ অভিজ্ঞতা না থাকলে শুধুমাত্র টাকা ভালো কিছু এনে দিতে পারবে না।
- টাকার সাথে সাথে সময়কে মূল্য দেওয়া প্রয়োজন কেননা টাকা এবং সময় দুই জিনিসটি জীবনের সবচেয়ে মূল্যবান।
- টাকা জীবনকে সুন্দরভাবে গড়তে শেখায় আর টাকার অভাব জীবনকে ভাঙতে শেখায়।
- টাকার বোঝা সবাই বহন করতে পারে না যারা বহন করতে পারে তাদের কাছেই আসে।
- টাকা না থাকা মানুষের কাছে পৃথিবীর সৌন্দর্য বিশ্লেষণ করার মানে অন্ধের কাছে আয়না বিক্রি করার মতো।
- টাকার অভাব মানুষকে বহুগুণে পরিবর্তন করে দেয়।
টাকার অভাব নিয়ে বিখ্যাত ব্যক্তিদের উক্তি
- সেই ব্যক্তি সবচেয়ে ধনী যার আনন্দ কম-হেনরি ডেভিড
- অর্থ সবকিছু নয় তবে টাকার অভাব কিছু নয়-ফ্রাংকলিন পি. অ্যাডামস
- দরিদ্রতা শুধু টাকার অভাব নয় বরং নিজের কাজ করার ক্ষমতা আছে এটা বোঝার অক্ষমতা হচ্ছে দরিদ্রতা-অমর্ত্য সেন
- টাকা যদি আপনারা আদেশে চলে তাহলে আপনি টাকা এবং স্বাধীনতা দুটোই পাবেন কিন্তু আপনি যদি টাকার আদেশে চলেন তাহলে সত্যিই আপনি গরিব হবেন-এডমন্ড বার্ক
- পৃথিবীতে ভালো থাকার জন্য টাকার দরকার, পরকালে ভালো থাকার জন্য আমল দরকার-এইচ আর এস
- প্রয়োজনের অতিরিক্ত অর্থ কোন মানুষের মঙ্গল আনতে পারেনা-নীহারঞ্জন
- জ্ঞানীরা মাথায় টাকা রাখে, হৃদয়ে না-জোনাথন সুইফট
- টাকা রোজগার করতে লাগে মাথা আর খরচ করতে লাগের হৃদয়-ফার ক্বহার
- আমার যখন টাকা ছিল, তখন সবাই আমাকে ভাই বলে ডাকত এখন টাকা নাই বলে কেউ আমাকে চিনেও চেনেনা-পোলিস প্রবাদ
- আপনার অর্থের উপর আপনার নিয়ন্ত্রণ অর্জন করতে হবে তাছাড়া এর অভাব আপনাকে চিরকাল নিয়ন্ত্রণ করবে-ডেড রমাস
- মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর-অনুকুল ঠাকুর
- খালি পকেট কখনোই কাউকে পিছিয়ে রাখেনি, শুধুমাত্র ফাঁকা মাথা এবং খালি অন্তরে তা করতে পারে-নরম্যান ভিনসেট পিল
- আপনি যদি কোন মানুষ সত্যিকারে কেমন তা জানতে চান তবে অর্থ হারালে তিনি কিভাবে আচরণ করেন সেদিকে লক্ষ্য করুন-সাইমন ওয়েল
- যথেষ্ট অদ্ভুত ভাবে টাকার অভাব আমাদেরকে এক অর্থে আরো কিছুটা সৃজনশীল করে তুলে-পলসচীর
- আমাদের কখনো টাকার অভাব হয় না, আমাদের অভাবগুলো হয় সেই মানুষগুলির যাদের স্বপ্ন রয়েছে এবং এই স্বপ্নগুলোর মধ্যে মরে যেতে রাজি আছে-জ্যাক মা
খালি পকেট নিয়ে উক্তি
- খালি পকেট আপনাকে আপন মানুষ চিনতে সাহায্য করবে।
- খালি পকেটে যে আপনার পাশে থাকবে প্রকৃতপক্ষে সেই আপনার সবচেয়ে আপন তাকে কখনোই ভুলবেন না।
- খালি পকেট জীবনের কঠিন বাস্তবতাকে চিনিয়ে দেয়।
- বাস্তবিক পক্ষে সেই সবচেয়ে দুর্ভাগা যার পকেট খালি।
- আপন মানুষও ধীরে ধীরে পর হয়ে যায় পকেট খালি হয়ে গেলে।
- জীবনে অনেক কিছু শিখিয়ে দেয় পকেটে টাকা না থাকলে।
- মানুষের ভালো থাকার পূর্বশর্ত হচ্ছে টাকা, কারণ টাকা ছাড়া পুরো পৃথিবীটাই অচল হয়ে যাবে।
- টাকার চেয়ে বেশি মূল্যবান হলো সময়, সময়কে সঠিক মূল্য দিবেন তাহলে তাহলে টাকার সমস্যাও দূর হয়ে যাবে।
- যার পকেট খালি তার সবকিছুই খালি।
- খালি পকেট জীবনকে দুর্বিষহ করে তোলে।
- পকেটে টাকা না থাকলে কাছের মানুষও চিনতে পারেনা।
- খালি পকেট বা পেট জীবনকে যা শিক্ষা দেয় পৃথিবীর কোন বই তেমন শিক্ষা দিতে পারেনা।
- এই দুনিয়াতে অভাব জিনিসটা শুধুমাত্র তারাই উপলব্ধি করতে পারে যাদের পকেট খালি।
- বেকার একটি লোক বোঝে প্রকৃতপক্ষে খালি পকেট এর মানেটা কি।
- টাকা পয়সা থাকার পরও যদি সুখ না পান তাহলে একদিন একজন খালি পকেট ওয়ালা মানুষের সাথে মিশে দেখুন দুনিয়াটা কি।
- টাকার অহংকার কখনোই দেখানো উচিত না, সৃষ্টিকর্তা কখন কাকে খালি পকেট করে দেবেন তা বলা যাবে না।
- বর্তমান সময়ে খালি পকেটওয়ালা মানুষজনের কোন ক্ষেত্রেই দাম নেই।
- বাস্তবতা যদি সঠিকভাবে উপলব্ধি করতে চান তাহলে নিজের পকেটকে কিছুদিনের জন্য খালি করুন।
- খালি পকেটওয়ালা মানুষগুলো নিজের পরিবারের কাছে মূল্যহীন হয়ে পড়ে।
- জীবনে টাকা পয়সা যেমন মূল্যবান সময়ও ততটা মূল্যবান সময়কে সঠিক মূল্য দিন অর্থের অভাব চলে যাবে।
খালি পকেট নিয়ে বিখ্যাত ব্যক্তিদের উক্তি
- প্রতি রাতে খালি পকেট আপনার মাথাকে খালি এবং অন্তরকে অসুখী করে তোলে-লেলা এডলেস
- একজন মানুষকে কোন কিছুই ততটা সাহসী করে তুলতে পারে না যতটা খালি পকেট সাহসী করে তোলে-ভিক্টর হুগো
- আপনার পকেট খালি থাকলেও হৃদয়কে ভালোবাসা দিয়ে পূর্ণতা রাখতে ভুলবেন না-দেবাশীষ মৃধা
- মানুষ মরে গেলে তার পকেটে ভরা টাকার কোন দাম নেই কবরে তাকে খালি পকেটেই যেতে হবে-সুই জোনাথন সুইফট
- জীবনে প্রকৃত সুখী তো সেই যার পকেট খালি, তার জীবন নিয়ে কোন চিন্তা ভাবনা নেই একমাত্র সৃষ্টিকর্তার ভরসায় বেঁচে থাকে-প্যাট্রিক রথফাস
- একজন ক্রীড়াবিদ তার পকেটে টাকা নিয়ে দৌড়াতে পারে না, খালি পকেট মনে আসা এবং মাথায় স্বপ্ন নিয়ে তাকে দৌড়াতে হবে-রবার্ট জনসন
- চাকরি আপনার খালি পকেট পূর্ণ করে, ভ্রমণ আপনার আত্মাকে পূর্ণ করে-জেমি লিন বেটি্ট
- অর্থ যেখানে নাই, ভালোবাসা সেখানে দুর্লভ-স্যার টমাস ব্রাউন
টাকার নিয়ে কষ্টের কিছু কথা
একজন মানুষের সুন্দরভাবে জীবনযাপন করতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো টাকা। টাকা মানুষের জীবনের প্রতিটি চাহিদা এবং প্রয়োজন মেটাতে সাহায্য করে। মানুষ জীবনের সফলতা অর্জন করার লক্ষ্যে টাকা উপার্জন করে থাকে। সেজন্য বলা হয়ে থাকে একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল চাহিদা পূরণ করে থাকে টাকা।
যার জীবনে টাকা নেই তার চাহিদারও কোন দাম নেই। যখন একজন মানুষের জীবনে টাকার অভাব দেখা দেয় তখন তার উপর দিয়ে সবচেয়ে বড় ঝড় বয়ে যায়। সেই মুহূর্তে শুধুমাত্র সেই উপলব্ধি করতে পারে জীবনে টাকা কত প্রয়োজনে। টাকা না থাকার কারণে মানুষের জীবনে নেমে আসে ভয়ংকর দিন। এই দিনগুলো থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য অনেকেই অনৈতিক কাজে লিপ্ত হয়ে যায়।
আবার কেউবা টাকার অভাবে না খেতে পেরে ধুকে ধুকে জীবনটাই শেষ করে দেয়। টাকা না থাকা জীবনে অনেক বড় সমস্যা। কারণ টাকা না থাকলে প্রিয় মানুষগুলো পর হয়ে যায়। টাকা যেমন জীবনকে সুন্দরভাবে সাজাতে সাহায্য করে তেমনি সমাজে সম্মানের সাথে বাঁচতেও সাহায্য করে। আমরা সবাই জানি যার টাকা নেই তার কোন মূল্য নেই।
তবে কিছু কিছু ক্ষেত্রে টাকা থাকলেও জীবন মূল্যহীন হয়ে পড়ে সেটি শুধুমাত্র নিজের ভাগ্য এবং চলাফেরা কারণে হয়ে থাকে। যে মানুষগুলো সঠিক সময়কে কাজে লাগিয়ে চলতে পারে তাদের জীবনে টাকার অভাব হয় না।
প্রতিবেদকের মন্তব্য
উপরের আলোচনায় আমরা জানতে পেরেছি টাকা জীবনে ভালোভাবে বাঁচতে এবং জীবন সাজতে সাহায্য করে। টাকা না থাকলে জীবনটা মূল্যহীন হয়ে যায়। সেজন্য সুন্দরভাবে জীবন কাটাতে হলে টাকার প্রয়োজন রয়েছে। প্রিয় পাঠক, এ আর্টিকেলটি যদি আপনার ভালো লাগে এবং উপকৃত হন তাহলে আপনি আপনার বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনের সাথে শেয়ার করুন।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url